কোমল নিষাদ

রবি গান শেখার ও শোনার আসর

আজি ঝড়ের রাতে তোমার অভিসার

রবীন্দ্রসদন, ৯ই অগাস্ট, ২০১৮, বর্ষামঙ্গল (বাংলা সরকার) https://youtu.be/Uk-Bhhwb2NA

অঙ্গনা চট্টোপাধ্যায়

অঙ্গনা চট্টোপাধ্যায়ের রবি-গানে হাতে খড়ি প্রথিতযশা শিল্পী পূরবী মুখোপাধ্যায়ের স্নেহের পরশে।  নয় বছর বয়েসে যাত্রা শুরু।  নেহরু ট্যালেন্ট সার্চ এ বাংলায় প্রথম স্থান অধিকার করে অঙ্গনা অত্যন্ত অল্প বয়সে নজর কারেন। তারপরে একে একে রূপসী বাংলা, দূরদর্শনের বিবিধ অনুষ্ঠানে মানুষ অঙ্গনার গান শুনেছেন। 

রবীন্দ্রসঙ্গীত ব্যতীত অঙ্গনা’র অন্য পরিচয় দর্শনের শিক্ষয়িত্রী হিসেবে। স্কটিশ চার্চ কলেজ এবং আচার্য্য প্রফুল্ল চন্দ্র কলেজে উনি শিক্ষকতা করেছেন এবং করছেন।

পাঠশালা

কলকাতার ছাত্র ছাত্রীরা গিরীশ পার্ক অথবা পার্ক সার্কাসে আসতে পারেন।  কলকাতার বাইরে যারা আছেন তারা অনলাইন শিখতে পারেন। 

(ছাত্র বা ছাত্রীকে প্রথম একটি ইন্টারভিউ দিতে হবে।)

খালি গলার গান

প্রচুর যন্ত্রানুষঙ্গ, এডিটিং-এর কারিকুরি দিয়ে নয়, শিল্পীর জাত চেনা যায় খালি গলার গানে। 

সঙ্গে থাকবে একটা তানপুরা, বা তাও থাকবে না।  

মেঘ বলেছে

তারপর শুধু গান। 

ডাকবাক্স

গানের খবর, গানের কথা, পৌঁছে যাবে আপনার ইমেলে।

Address

B / 37 Singhi Bagan C.I.T. Buildings, Kolkata 700007

D/2, Govt. Housing Estate, Dr. Sundari Mohan Avenue, Kolkata 700014

Call Us

+91 861 776 6942

Email Us

komolnishad@gmail.com